নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ চার কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রসুলপুর ইউনিয়নের লাউতলী বাজারে সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা কয়েক কিশোর এলাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোরা, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে গতকাল তাদের কারাগারে পাঠানো হয়।