হোম > ছাপা সংস্করণ

সড়ক বাতি জ্বলে না

জকিগঞ্জ প্রতিনিধি

বিদ্যুতের ওপর চাপ কমাতে জকিগঞ্জ পৌরসভা ও গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সৌর বাতির অধিকাংশই এখন অকেজো অবস্থায় রয়েছে। বাতিগুলো না জ্বলায় সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জকিগঞ্জে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০০টি সৌরচালিত সড়ক বাতি বসানো হয়েছে। উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে বাতিগুলো বসানো হয়েছে। প্রতিটি সৌরবাতির জন্য বরাদ্দ করা হয় ৫৬ হাজার ৪৯০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইডকল’ জকিগঞ্জে এ কাজ করেছে। প্রতিটি বাতির তিন বছরের ওয়ারেন্টি থাকলেও অধিকাংশ সড়কবাতি এখন অকেজো অবস্থায় রয়েছে।

ঘুরে দেখা গেছে, পৌরসভার কাস্টমসঘাট, মানিকপুরের ফুলতলী মাদ্রাসা এলাকা, সুলতানপুরের বাবুর বাজার, এহতেসামনগরসহ প্রায় সব বাতিই এখন অচল। যে কয়েকটা মিটিমিটি করে জ্বলে। তার আলোতে বাতির খুঁটিই ঠিকমতো দেখা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন, সড়ক বাতিগুলো বসানোর প্রথম বছর কিছু কিছু মেরামত করা হয়েছিল। করোনার কারণে গত দুই বছর মেরামত কাজ আটকে আছে। প্রথম দিকে যেগুলো বসানো হয়েছিল সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ইতিপূর্বে দায়িত্বরত কর্মকর্তার সময়ে এ সড়ক বাতিগুলো বসানো হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত এখনো তাঁদের কাছে রয়েছে। খোঁজ-খবর নিয়ে নষ্ট সড়ক বাতিগুলো মেরামত করার চেষ্টা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ