হোম > ছাপা সংস্করণ

প্রতিমুহূর্তে সংগ্রাম হাল ছাড়েনি রুপালী

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বাবা মারা গেছেন সেই ১০ বছর আগে। অর্থের অভাবে সে সময় বাবার চিকিৎসা করাতে পারেনি। মা অন্যের বাড়িতে কাজ করেন। জীবনের প্রতিটি মুহূর্ত কাটছে সংগ্রাম করে। তবু হাল ছাড়েনি রুপালী খাতুন। বড় হওয়ার স্বপ্ন সঙ্গী করে সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া।

রুপালী রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এইচএসসিতেও ভালো ফল করে এগিয়ে যেতে চায় । কিন্তু তার পথচলা অনিশ্চিত। অর্থাভাবে তা বিষাদে পরিণত হওয়ার পথে। দারিদ্র্যের কারণে আগামী দিনের লেখাপড়ার খরচের চিন্তায় মা ও তার চোখমুখে এখন হতাশা।

বগুড়ার ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের প্রয়াত নুর বক্স শেখের মেয়ে রুপালী খাতুন। এক ভাই, দুই বোনের মধ্যে রুপালী ছোট। বড় বোন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বড় বোনের সামান্য আয় দিয়ে রুপালীর লেখাপড়ার খরচসহ কোনোমতে চলে তাদের সংসার।  

রুপালীর সঙ্গে কথা বলে জানা গেছে, এইচএসসিতেও ভালো ফল করে ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু অর্থ তার সে ইচ্ছা পূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রুপালীর মা মাজেদা বেগম জানান, খুব খুশি হয়েছিলেন যখন শুনতে পান মেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। তাই এখন দুশ্চিন্তায় পড়েছেন তার লেখাপড়ার খরচ নিয়ে। মেয়ের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা চান তিনি।

ধুনট উপজেলার এমপিএসটি উচ্চবিদ্যালয়ের শিক্ষককেরা জানান, রুপালী ছোট থেকেই মেধাবী।  প্রতিষ্ঠান থেকে যতটা সম্ভব তাঁরা সহযোগিতা করেছেন। তবে সমাজের সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে তার স্বপ্ন পূরণ আরও সহজ হবে বলে তাঁরা মনে করেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ