হোম > ছাপা সংস্করণ

সখীপুরে বুলবুল স্মরণে সভা

সখীপুর প্রতিনিধি

সখীপুরের কালিদাস গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম বুলবুল স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কালিদাস বাজারে আবদুল কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।

সভায় আবদুল হাইয়ের সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান, সরকারি সাদত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, বিমানবাহিনীর এয়ার কমোডর আবু রায়হান প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, মরহুম জাহাঙ্গীর আলম বুলবুলের অভাব কখনোই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন বটবৃক্ষের মতো, এই এলাকার মানুষকে আগলে রেখেছিলেন নিবিড় মমতায়। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে জাহাঙ্গীর আলম বুলবুল মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ