পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মো. বাবু (২৫) নামে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার দরজিপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
বাবু ডাঙা পাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় কয়েক জন শ্রমিক চা বাগানে কাজে যাওয়ার সময় দরজিপাড়া এলাকায় একটি গাছে তাঁর লাশ ঝুলতে দেখেন।
তাঁরা তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।