হোম > ছাপা সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় ফায়ার সার্ভিস স্টেশন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মতলব উত্তর উপজেলা। এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটলে খবর জানাতে হতো মতলব দক্ষিণ বা চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনকে। তবে পথের দূরত্বের কারণে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। মতলব উত্তরের বাসিন্দাদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে। অবশেষে উপজেলায় নির্মাণ করা হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। নির্মাণকাজও প্রায় শেষদিকে। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের।

উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গজরা ইউনিয়ন ছৈয়ালকান্দি এলাকার স্টেশনটি নির্মাণ করা হয়েছে। দুই কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণকাজ বাস্তবায়ন করেছে চাঁদপুর গণপূর্ত বিভাগ। এখন শুধু কার্যক্রম চালুর অপেক্ষা উপজেলাবাসীর।

ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষপর্যায়ে রয়েছে। উদ্বোধনের বিষয়ে সাংসদের সঙ্গে কথা হয়েছে। আশা করি খুব শিগগিরই উদ্বোধন হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আনন্দের বিষয় হলো-খুব শিগগিরই আমরা আধুনিক সুযোগ-সুবিধার ফায়ার সার্ভিস স্টেশনটি পেতে যাচ্ছি।’

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘লোকবল এখনো নিয়োগ দেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে উদ্বোধন করা যেতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ