বকেয়া বেতনের দাবিতে মিরপুর ১৩ নম্বরে আইডিএস গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে ৩০ মিনিটের জন্য মিরপুরে রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় ওই রাস্তাসহ আশপাশের কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পোশাকশ্রমিক শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রোডাকশন জিএম বারেক মিয়া আমাদের হাজিরা বোনাস, ওভার টাইম, টিফিন ভাতা এসব কোনো কিছুই দিচ্ছেন না। আমরা অনেক অনুরোধ করেও কিছুই পাচ্ছি না। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা এই জিএমকে চাই না। তাঁর পদত্যাগ দাবি করছি।’ আন্দোলনের একপর্যায়ে আইডিএসের মালিক জুনায়েদ ইসলাম এসে শ্রমিকদের বেতনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মালিকের আশ্বাস পেয়ে তাঁরা কাজে ফিরে যান।