হোম > ছাপা সংস্করণ

এক লাল ঘোড়ার গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আম পাতা জোড়া-জোড়া

মারবো চাবুক চড়বো ঘোড়া

ওরে বুবু সরে দাঁড়া...’

এ ছড়াটি তো নিশ্চয় পড়েছ। কিন্তু পাগলা ঘোড়ার বুকের ভেতরে জমে থাকা কষ্টের কথা কি কখনো শুনেছ? ওরা অসুস্থ হলে কিংবা বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেলে কী হয়, তা কি জানো? তুমি অসুস্থ হলে যেমন কষ্ট পাও, তেমনি ঘোড়াও পায়। কিন্তু ঘোড়া মনের জমানো কথাগুলো কাউকে বলতে পারে না। কিন্তু জানো কি, একটি ঘোড়া লেখক হাসান আজিজুল হকের কাছে তার জীবনের গল্প বলেছিল! আর সেই গল্পটিই তিনি লিখেছেন তোমাদের জন্য। সে বইটির নাম ‘লাল ঘোড়া আমি’।

‘সে অনেক আগের কথা, তখন আমার বয়স চার বছর। আজ আমি বুড়ো হতে চলেছি, এক কুড়ি বছর বয়স হলো। মানুষদের এক কুড়ি বছর বয়স কিছুই না। কিন্তু আমাদের জাতের, মানে ঘোড়াদের এক কুড়ি অনেক বয়স। আর কবছর পরেই থুড়থুড়ে বুড়ো হয়ে যাব। এখনই তো ভালো চলতে-ফিরতে পারি না। চার পায়েই বাত হয়েছে। পেছনের দুই পায়ের হাঁটু ফুলে ওলকপির মতো হয়ে গেছে। অমাবস্যা আর পূর্ণিমায় চার হাঁটুতে এমন রস জমে যে দাঁড়াতে পর্যন্ত পারি না।’ এভাবেই ঘোড়াটি তার গল্প বলেছিল। গল্পটা পড়লে তোমার মনে হবে যেন বইয়ের লাল ঘোড়াটি লেখকের কাছে তার পুরো জীবনকাহিনি বলেছে।

গল্পটি পড়তে পড়তে তুমি যেন ছুটতে থাকবে এক টগবগে ঘোড়ার পেছনে। সে ঘোড়াটি মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে দূর-দূরান্তে ছুটে চলছে। আর সঙ্গে যাচ্ছ তুমি। ঘোড়া অবলীলায় তোমাকে শোনাবে তার শৈশব ও কৈশোরের সোনালি সময়ের কথা। শোনাবে তার দুঃখগাথা। এ বইটি পড়তে চাইলে আজই অর্ডার করতে পারো বই বাজার কিংবা রকমারিতে। দাম ২০০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ