গাজীপুরের টঙ্গীতে ইসরাত জাহান প্রীতি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে এগারোটায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসরাতের স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। ইসরাত জাহান ঢাকার উত্তর বাড্ডা থানাধীন বেরাইদা এলাকার আব্দুল আজিজ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়। পরে রোববার দুপুরে আবার স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলে ইসরাত তাঁর ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেন। দীর্ঘ সময় ডাকাডাকির পরেও ঘরের দরজা খোলেননি তিনি।
পরে ঘরের ভেন্টিলেটর ভেঙে দেখা যায়, ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন ইসরাত। পরিবারের লোকজন ইসরাতের মরদেহটি উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।