নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে প্রধান বক্তা করে আজ শুক্রবার ‘বিজয় সমাবেশ’ করতে যাচ্ছে আওয়ামী লীগ। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ বিজয় সমাবেশের নামে এটা মূলত আইভীর নির্বাচনী শো ডাউনের অংশ হিসেবে জমায়েত।
সমাবেশে আপত্তি তুলে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি আগেও আপত্তি দিয়েছি আজও বলেছি। আমি শুক্রবার এই বিষয়ে লিখিত অভিযোগ দেব। এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, আমি সাংবাদিকদের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘এই সমাবেশ হচ্ছে বিজয় সমাবেশ। তবে মেয়র প্রার্থী আইভী থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে কি-না দেখা যাবে। সকালে নেতৃবৃন্দ জেলা কার্যালয়ে আসবেন, সেখানে সিদ্ধান্ত হবে।’
জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘এটা কোনো নির্বাচনী সমাবেশ না, এটা আমাদের বিজয় সমাবেশ।’