তীব্র শীতের দেশের তুষারঝড় কিংবা তুষারপাতের সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। কিন্তু আইস বা বরফের প্যানকেক, আইস বাইটস কিংবা আইসের জ্যাম প্রায় অপরিচিত শব্দ। নির্দিষ্ট আবহাওয়া ছাড়া এগুলোর দেখা মেলে না। এবার সেই আবহাওয়ার কারণে বিরল আইস প্যানকেক দেখা গেল যুক্তরাষ্ট্রের শিকাগোর মিশিগান লেকের তীরে। শহরের কেন্দ্রের প্রায় ১০ মাইল উত্তরে রজার্স লয়োলা সৈকত থেকে শারান বানাগিরি নামে একজন এমনই বিরল কয়েকটি ছবি তুলেছেন। ওই সময় তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৯ সালেও এমন অবস্থা তৈরি হয়।