হোম > ছাপা সংস্করণ

নির্যাতনের মামলা করায় শ্যালিকাকে অপহরণ

ময়মনসিংহ প্রতিনিধি

মুক্তাগাছায় নারী নির্যাতন মামলা করায় কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। গত রোববার সন্ধ্যায় পিবিআইয়ের উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদ মিয়া (২৮) উপজেলার একটি গ্রামের বাসিন্দা। উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ওই কিশোরীকে আদালতে তোলা হলে তাকে জোরপূর্বক অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেছে বলে জবানবন্দি দেন। পরে আদালত ওই কিশোরীকে তার মায়ের জিম্মায় দেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে ওই যুবকের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মামলার বরাত দিয়ে উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের শেষের দিকে পারিবারিকভাবে ফরহাদের সঙ্গে বিয়ে হয় ওই কিশোরীর বড় বোনের।

তাঁদের ছয় বছরের দাম্পত্য জীবনে চার বছরের ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় ফরহাদ মিয়া যৌতুকের জন্য বড় বোনকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

উপপরিদর্শক আরও জানান, সম্প্রতি ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন তার স্ত্রী। এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করেন ফরহাদ। পরে ওই কিশোরীর মা গত ১৮ সেপ্টেম্বর মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তা মামলায় পরিণত হয়।

পরে ফরহাদ মিয়া ওই কিশোরীকে ঢাকার উত্তরার একটি বাসায় নিয়ে আটকে রাখেন এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সেখান থেকে ওই কিশোরী বাড়িতে চলে আসতে চাইলে ফরহাদ তাকেসহ বড়বোনকে হত্যার হুমকি দেন। ভয়ে ওই কিশোরী তার সঙ্গে থাকতে বাধ্য হন। গত ১৭ সেপ্টেম্বর ওই তাকে নিয়ে ফরহাদ তাঁর বাড়িতে আসেন। ১৮ সেপ্টেম্বর ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ