রাজশাহী মহানগরীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গুদামে পাওয়া তেল বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
গত শনিবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় ‘উম্মেদ আলী অ্যান্ড সন্স’ নামের একটি কনফেকশনারির দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, অভিযানে কনফেকশনারির দোকানটিতে কোনো তেল পাওয়া যায়নি। তবে তাঁদের গুদামে ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। এরপর এসব তেল বোতলে লেখা আগের মূল্য অনুযায়ী বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আর সয়াবিন তেলের অবৈধ মজুতের কারণে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।