নান্দাইল প্রতিনিধি
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে কানুরামপুর মাসুদ পারভেজ স্কুলের মাঠে এ মাঠ দিবস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং কর্মকর্তা রেজওয়ানুল বারী রনি প্রমুখ। এ সময় ৬০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।