এখন থেকে বাংলাদেশেই স্মার্টফোন উৎপাদন করবে বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি।
বাংলাদেশে স্যামসাংসহ আরও কয়েকটি ব্র্যান্ডের মোবাইল কারখানা স্থাপনের পর এবার যাত্রা শুরু করল শাওমি-মেড ইন বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শাওমি মোবাইল ফোনের বাংলাদেশে স্থাপিত কারখানায় উৎপাদিত মোবাইল ফোন উদ্বোধন করেন।
শাওমি ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেডের সঙ্গে বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প খাত ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।