নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক পদে আরটিভির হাসান রাব্বি প্রধান নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বিডি হল প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৩৯ জন ভোটারের মধ্যে ৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, মঞ্জুরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, তৈয়ব আলী সরকার, আসাদুজ্জামান টিপু, রায়হান সবুক্তগীন অনিকেত, সিদ্দিক কাজল, একরামুল হক লাবু ও ওয়ালি মাহমুদ সুমন।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সহসভাপতি আতিয়ার রহমান, ভুবন রায় নিখিল, জাহান পল্লবী, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক নূর আলম, অর্থ সম্পাদক শীষ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে চক্রবর্তী কাজল, তথ্য প্রযুক্তি গবেষণা ও সমাজকল্যাণ আলিফ নূরা রিনি সরকার, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন।