হোম > ছাপা সংস্করণ

নতুন বেতন কার্যকরে সময় চান ব্যাংকমালিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মালিকপক্ষের যেন ক্ষতি না হয় তা বিবেচনায় নিয়ে নতুন বেতন বাস্তবায়নে আরও সময় চায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)।

সংগঠনের সভাপতি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘মার্চ মাস থেকেই বিজ্ঞপ্তির সিদ্ধান্ত মানা ব্যাংকের জন্য কঠিন। এখনই এ সিদ্ধান্ত মানা হলে ব্যাংকিং খাতে অসন্তোষ সৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, ‘বৈঠকে বেতনবিধি, অদক্ষদের চাকরিচ্যুত না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিশদ আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সময় চেয়েছি।’

পদোন্নতির বিষয়ে নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে। প্রজ্ঞাপনে ঢালাওভাবে পদোন্নতির কথা উল্লেখ নেই।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিএবি নেতারা সিদ্ধান্ত বাস্তবায়নে সময় বৃদ্ধির আবেদন করেছেন। এ আবেদন বিবেচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তিতে কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে, এমন দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাখ্যা এবং প্রেক্ষাপট বর্ণনা করেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ