হোম > ছাপা সংস্করণ

আবারও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ইতিহাসটা বেশ পুরোনো। ১৯৭৩ সালে প্রথম যৌথ প্রযোজনায় নির্মিত হয় ‘তিতাস একটি নদীর নাম’। পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। এমনকি ২০১০ সালের পর যখন ঢাকাই সিনেমা দর্শকখরায় ভুগছিল তখনো আশা দেখাচ্ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘শিকারি’, ‘নবাব’, ‘বাদশা’ ও ‘বস ২’ সিনেমাগুলো দারুণ ব্যবসা করার পরেও নানা অনিয়ম, অভিযোগ আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে থেমে যায় যৌথ প্রযোজনা। নির্মাতা-প্রযোজকেরা বলছেন নতুন নীতিমালা বড্ড জটিল!

আশার কথা হচ্ছে, আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘স্পর্শ’ নামের সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’। অনন্য মামুনের সঙ্গে পরিচালনার দায়িত্বে আছেন কলকাতার অভিনন্দন দত্ত। অনন্য মামুন বলেন, ‘যৌথ প্রযোজনার কাজ আগেও করেছি।

এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারব।’

কারা থাকছেন এই সিনেমায়—এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হয়েছেন। থাকছেন সুমিত সেন গুপ্ত, ফারহান খান রিও। নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। এ ছাড়া দুই বাংলার অন্য অভিনেতাদের নাম দ্রুতই জানানো হবে গণমাধ্যমে।’

নিরব বলেন, ‘অনেক দিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’ জানা গেছে, এ মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমার কাজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ