কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের হাতে এই চেক তুলে দেন প্রধান অতিথি ইউএনও রোজলিন শহীদ চৌধুরী।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ২০২০-২১ অর্থবছরে উপজেলার ১১টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিটিকে ২০ হাজার করে মোট দুই লাখ বিশ হাজার টাকার বার্ষিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন করে নিবন্ধন পেয়েছে উপজেলা অফিসার্স ক্লাব।