হোম > ছাপা সংস্করণ

‘ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে’

যশোর প্রতিনিধি

যশোর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে।’

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় রাজনীতিবিদ, সেনাবাহিনী ও সাধারণ মানুষ এ দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ক্রমেই আমাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।’

গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে ফ্লাগ অব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।

পরে প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বাংলাদেশের ২০ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ এবং ভারতীয় ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং।

শোভাযাত্রাটি যশোর ছাড়াও ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। এ সময় তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন এবং সেখানকার মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন।

আগামী ১৯ নভেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে শোভাযাত্রাটি। এর পর কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় গিয়ে ফ্লাগ ইন অনুষ্ঠানের মাধ্যমেশেষ হবে।

এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি রোববার দুপুর ১২টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

২০১৭ সালের মার্চে প্রথম সাইকেল যাত্রার মাধ্যমে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে সাইকেল শোভাযাত্রা শুরু হয়।

এরপর থেকে প্রতিবছরই এমন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা মহামারির কারণে এবার একটু দেরিতে শোভাযাত্রার আয়োজন করে বন্ধুপ্রতিম দুই দেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ