সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে চার ইউপিতে। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। চারটি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নৌকা প্রতীকের বিপরীতে প্রত্যেকটি ইউপিতে একই দলের একাধিক বিদ্রোহী প্রার্থীও আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তালম ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। সগুনা ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। পাশাপাশি মাগুড়াবিনোদ ইউপিতে ৩ জন এবং দেশীগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩ জন প্রার্থী।
নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, সুষ্ঠুভাবে উপজেলার চার ইউপির প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ দিনে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৮ ও সাধারণ ইউপি সদস্য পদে ১৫১ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।