রাতে বাসায় ফেরার পথে হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ জানিয়েছেন তাঁরা। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁরা হেনস্তার শিকার হন।
ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, শহর থেকে একটা কাজ শেষ করে নিজ বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার বাসায় ফিরছিলেন। কেন্দ্রীয় মসজিদের কাছাকাছি যাওয়ার পর পেছন থেকে কয়েকজন ছেলে তাঁদের ডাক দেয়। সাড়া না পেয়ে ওই ছেলেরা তাঁদের হুমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তাঁরা আমাদের রাস্তা আটকে আমাদের সেশন, পরিচয় জানতে চায়।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমাদের গাড়ি থামিয়ে ওই ছাত্রীরা তাঁদের হেনস্তার কথা বলেন। আমরা অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা দৌড় পালায়। তাঁদের একজনকে ধরে তাঁর মুঠোফোনজব্দ করেছি। তাঁরা সবাই ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।’