চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে লরির চাপায় মো. শামমুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামমুল সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
শামমুল আলমের ছেলে রমজান আলী বলেন, গতকাল সকালে ভোট দিতে ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান বাবা। ভোট দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন বাবা। এ সময় চট্টগ্রামমুখী একটি লরি তাঁকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।