দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিন পর বরিশালে চরমোনাই দরবার শরীফের বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ শুক্রবার। বাদ জুমা চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের সূচনা করবেন। পীর অনুসারী হাজার হাজার মুসল্লি এরই মধ্যে মাহফিল প্রাঙ্গণে পৌঁছেছেন। আগামী সোমবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
চরমোনাই মাদ্রাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, বৃষ্টির কারণে দুই দিন পর শুক্রবার মাহফিল শুরু হচ্ছে। মুসল্লিদের জন্য পাঁচটি মাঠ করা হয়েছে।
চরমোনাই পীরের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মো. সানাউল্লাহ জানান, বৈরী আবহাওয়া সত্ত্বেও মাহফিলে হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। শামিয়ানার নিচে জায়গা নিতে আগেই এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এবার বৃষ্টির কারণে মাঠ কোথাও কোথাও কর্দমাক্ত। অবশ্য পলিথিন ও বালু ফেলে মাঠ মুসল্লিদের জন্য উপযোগী করার চেষ্টা চলছে।