তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ একজনের লাশ পাওয়া গেছে পুকুরে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্ধার পুচকিরদোলার মাঠের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম কাশেম আলী (৫৫)। তিনি ইকরচালীর আসামীগঞ্জ দোলাপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম মাছ ধরতে বুধবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হন। তিনি পাশের বাছুরবান্ধা পুচকিরদোলার মাঠে যান। এরপর রাত ৯টার দিকেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে রাত ১০টার দিকে পুচকিরদোলার মাঠের একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাশেম আলী পানিতে ডুবে মারা গেছেন।’