হোম > ছাপা সংস্করণ

নদী দখলমুক্ত করার আহ্বান

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদী-হাওর অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল সোমবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া সেতুতে আয়োজিত নাগরিক কর্মসূচি থেকে তাঁরা এ আহ্বান জানান।

‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’, ‘বাঁচাও হাওর আন্দোলন’ ও ‘সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এই নাগরিক কর্মসূচি পালিত হয়। এ সময় দখলে-দূষণে বিপন্নপ্রায় বাসিয়া ও মাকুন্দাসহ সব নদী-হাওর বাঁচানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাজা মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

তিনি বলেন, ‘বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া ও মাকুন্দা নদী খননের নামে শুধু ঘাস ছেঁটে প্রকারান্তরে ওই দুটি নদীকে ভরাটই করা হচ্ছে। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে বাসিয়া ও মাকুন্দা নদীর পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদীর ময়লা-আবর্জনা অপসারণ করে সঠিক মাপে খনন কাজ সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, নদীগুলোর নাব্য ফিরিয়ে দিতে হবে। বন্ধ করতে হবে খননের নামে তামাশা-লুটপাট। বাঁচাতে হবে বাসিয়া-মাকুন্দাসহ বিশ্বনাথের সকল নদী-হাওর ও খালবিল।’

বিশেষ অতিথির বক্তব্য দেন নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক এসপি সেবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী জাহান, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, বিএনপি নেতা তজম্মুল আলী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ