রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। `নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মো. ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
আরও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, ইউপি সদস্য ও নারী উদ্যোক্তা আকলিমা খাতুন তুলি, নারী উদ্যোক্তা আবেদা খানম ও গোলাপি খাতুন, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক সুমা রানি কর্মকার, ফুড প্রসেসিং প্রশিক্ষক ফাল্গুনী রায়, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম মুরশীদ আলী, সাংবাদিক চিত্তরঞ্জন সেন প্রমুখ।