হোম > ছাপা সংস্করণ

আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে জেলায় ৯৯ হাজার ৯৬০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে এক লাখ ১০ হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ৪০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৯১ হাজার ৯৬০ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছিল। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় আমনের আবাদ বেড়েছে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইতিমধ্যে খাদ্য বিভাগ মিল মালিকদের কাছ থেকে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার আজকের পত্রিকাকে জানান, জেলায় ৮৫ জন মিল মালিকের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে সাত হাজার ৪৪ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তেঁতুলিয়া উপজেলায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। জেলার বাকি চার উপজেলায় অ্যাপসের মাধ্যম কৃষক নির্বাচন করে ২৭ টাকা কেজি দরে পাঁচ হাজার ২১৭ মেট্রিক টন ধান কেনা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ