হোম > ছাপা সংস্করণ

সরিষায় লাভের আশা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা খেত চোখে পড়ে। এর মধ্যে হাজীপুর, পীরগঞ্জ ও দৌলতপুর ইউনিয়নে বেশির ভাগ জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এ বছর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার হাজীপুর ইউনিয়নের কটশিংগা গ্রামের কৃষক কার্তিক চন্দ্র রায় ও মোজাহার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন হবে। তবে ঘন কুয়াশায় সরিষার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলার একান্নপুর গ্রামের কৃষক ইসলাম জানান, একর প্রতি ৬-৭ মণের ওপরে ফলন পাওয়ার আশা করছেন তিনি। ন্যায্য মূল্য পেলে এবার সরিষা চাষিরা লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮ সরিষা চাষ হয়েছে। রকেট সরিষা ১০০-১০৫ দিন এবং বারি সরিষার জাত ৮০-৯০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন হবে। দাম ভালো পেলে ভবিষ্যতে কৃষকেরা সরিষা চাষে আরও বেশি আগ্রহী হবেন।

পীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলায় রকেট ও বারি জাত মিলিয়ে মোট ১ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘রকেট জাতের সরিষা গাছের উচ্চতা হয় সাত ফুট। একর প্রতি ফলন ৪০-৪৫ মণ পর্যন্ত হয়ে থাকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ