হোম > ছাপা সংস্করণ

এক যুগ পর সম্মেলন আজ

চাঁদপুর প্রতিনিধি

প্রায় এক যুগ পর আজ শনিবার চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে শুরু হবে সম্মেলনের কার্যক্রম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের পাটওয়ারী। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি মো. মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ। এ ছাড়া চাঁদপুরের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সাংসদ প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

সকালে শুরু হওয়া প্রথম অধিবেশন শেষে বেলা ২টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। প্রার্থীরা বিভিন্ন প্রতীকে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক (ছাতা), সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক (বাইসাইকেল) ও বিএনপি নেতা এস এম কামাল উদ্দিন চৌধুরী (চেয়ার) প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম (মাছ), দেওয়ান মো. সফিকুজ্জামান (আনারস), মোস্তফা খান সফরী (বই) ও কাজী গোলাম মোস্তফা (আম) প্রার্থী হয়েছেন।

গত ২৮ মার্চ যাচাই-বাছাই শেষে বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক সম্মেলনে আরেক সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহিনের নাম কাউন্সিলর তালিকায় না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়।

সম্মেলনের ব্যাপারে গঠিত নির্বাচন কমিশনার অ্যাড. শামছুল ইসলাম মন্টু বলেন, ‘আমরা প্রথমে চাঁদপুর শহরের বিপণিবাগ পার্টি হাউসে সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় আমরা বাধ্য হয়ে শহরের বাইরে বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনের স্থান নির্ধারণ করেছি। পাঁচটি বুথে একযোগে বেলা ২টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী বলেন, চাঁদপুরে যানজটের সমস্যার কারণ দেখিয়ে প্রশাসন সম্মেলনের অনুমতি দেয়নি। তাই বাগাদী ইউনিয়নের নানুপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য দেবেন। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ