ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার দুই যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাজমুল হোসেনকে এক বছর এবং আপেলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় উপজেলার জগথা বিলডাঙ্গী গ্রাম থেকে নাজমুল হোসেন ও সেনুয়া চৌরাস্তা থেকে আপেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নাজমুল জগথা বিলডাঙ্গী গ্রামের সোলেমান আলী ভুট্টুর ছেলে। সেনুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আপেল।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলের কাছে ২০টি ও আপেলের কাছ থেকে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে নাজমুল হোসেনকে এক বছরের ও আপেলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’