সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ভর্তি মেলায় শিক্ষার্থীদের বিপুল সাড়া পাওয়া গেছে। গত শনিবার শুরু হওয়া মেলা গতকাল সোমবার শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, নগরীর দরগাহ গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভর্তি মেলা গত শনিবার শুরু হয়। মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসেও একই সঙ্গে শুরু হয় ভর্তি মেলা। শুরুতে দুদিন মেলা আয়োজনের সিদ্ধান্ত ছিল। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ দেখে মেলার পরিধি একদিন বাড়ানো হয়।