হোম > ছাপা সংস্করণ

নারী দিবসে নানা আয়োজন

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ স্লোগানে বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

চুয়াডাঙ্গা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের ড্রিল শেডে আলোচনা সভা হয়।

জীবননগর (চুয়াডাঙ্গা): দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমারখালী (কুষ্টিয়া): কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। কুষ্টিয়া: কুষ্টিয়ায় দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে পুলিশ লাইনস থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পুলিশ লাইনসের সভাকক্ষে আলোচনা সভা হয়।

ইবি (কুষ্টিয়া) : দিবসটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-উপদেষ্টা অফিসের উদ্যোগে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খোকসা (কুষ্টিয়া): বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসহাক আলী।

মিরপুর (কুষ্টিয়া): দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা প্রাঙ্গণে শোভাযাত্রা ও পরে অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।

মেহেরপুর: দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

গাংনী (মেহেরপুর) : গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেলে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

মুজিবনগর (মেহেরপুর): দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ