হোম > ছাপা সংস্করণ

দ্বন্দ্বের জেরে শেকলবন্দী উদ্ধার করল পুলিশ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রবাসফেরত তাহের মিয়াকে (৪২) পায়ে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় ভাইয়েরা তাঁকে শেকল দিয়ে বেঁধে রাখেন বলে জানা যায়।

তাহের মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। গত বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ শেকলবন্দী তাহের মিয়াকে উদ্ধার করে।

তাহের মিয়ার অভিযোগ, মালয়েশিয়া থেকে দশ মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। তিনি সেখানকার এক মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁদের ঘরে দুটি ছেলে রয়েছে। ছুটিতে এসে দীর্ঘদিন বাংলাদেশে থাকায় তাঁর অর্থ শেষ হয়ে গেছে। মালয়েশিয়া ফিরে যেতে টাকার প্রয়োজন তাঁর। সে জন্য পৈতৃক সম্পত্তির ভাগ বিক্রি করতে চাইলে তাঁর ভাইয়েরা সম্পত্তির ভাগ না দিয়ে বিভিন্ন অজুহাতে হয়রানি করে আসছিলেন। বুধবার এ নিয়ে ভাইদের সঙ্গে বিবাদের একপর্যায়ে তাঁকে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

ছোট ভাই জামান মিয়া জানান, তাঁর ভাইকে আগেই পৈতৃক সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। সেগুলো বিক্রি করে দিয়ে আবারও ভাগ চেয়ে ঝগড়া-ফ্যাসাদ করছেন তিনি। তাই তাঁকে বেঁধে রাখা হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘তাহের মিয়ার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ