তারাগঞ্জ প্রতিনিধি
তারাগঞ্জে দুই কৃষকের খেত থেকে রোপণ করা বীজ আলু চুরি গেছে। উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদীঘি মাঠে গত মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
ইকরচালীর বালাবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম ও দোহাজারী গ্রামের আলম মিয়ার খেতের বীজ আলু চুরি যায়।
এলাকাবাসী জানান, সিরাজুল বামনদীঘি মাঠে জমি বর্গা নিয়ে গত রোববার আলুর বীজ রোপণ করেন। আলমও তাঁর নিজের জমিতে বীজ রোপণ করে নারীশ্রমিক দিয়ে তা মাটিচাপা দেন। গতকাল বুধবার সকালে দুই কৃষক খেতে এসে দেখেন তাঁদের জমিতে রোপণ করা বীজ কে বা কারা তুলে নিয়ে গেছেন।