নিজের ৪৫ শতাংশ জমিতে লেবুর চাষ শুরু করেন বিশ্বনাথ পৌর এলাকার মাসুদ রাব্বানী মোহন। মাত্র ১ বছরের মাথায় সফলতার দেখা পান তিনি। তাঁর বাগানে এখন বিচিবিহীন, কাগজিসহ বেশ কিছু জাতের লেবুর চাষ হচ্ছে। বিক্রির পাশাপাশি গ্রামের মানুষকে শুভেচ্ছা উপহার হিসেবে লেবু দিয়েছেন মোহন।
মাসুদ রাব্বানী মোহনের সঙ্গে কথা হলে তিন বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি লেবু চাষে আগ্রহ ছিল তাঁর। এ আগ্রহ থেকেই লেবু চাষ শুরু করেন তিনি।
তিনি আরও জানান, লেবুর পাশাপাশি মাছের খামার ও সবজির বাগান রয়েছে তাঁর। ইচ্ছাশক্তির জোরে লেবু চাষে হাত দেন তিনি। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহার করায় জমিতে প্রচুর পরিমাণে লেবু ফলেছে। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকার লেবু বিক্রি করেছেন। সামনের দিনগুলোতে আরও বেশি ফলন ও বিক্রি বাড়ার আশ করছেন তিনি।
মোহন বলেন, ‘লেবু চাষে আমার খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা। ইতিমধ্যে ৪০ হাজার টাকার লেবু বিক্রি করেছি। বাগানে যে লেবু আছে সেখান থেকে আরও ২০ থেকে ৩০ হাজার টাকার লেবু বিক্রি করতে পারব।’
এ সময় মোহন জানান, সরকারি সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে লেবু চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহার করে জমিতে প্রচুর পরিমাণে লেবু চাষ করা সম্ভব। বর্তমানে লেবু চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। কৃষকদের আধুনিক তথ্য প্রযুক্তি ও বীজ সরবরাহ করা হয় এবং সবজি উৎপাদনের জন্য চাষিদের মধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে।