বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নতুনবাজারের জনতা ব্যাংকের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। এর আগে নবগঠিত পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মিছিল এসে যোগ হয়। এ সময় বাদ্যযন্ত্র ও স্লোগানে পৌর শহরটি মুখরিত হয়ে উঠে।
বিকেল ৩টার দিকে পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মিছিলের পরে সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল জলিল জালাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।