গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে জাকির হোসেন (৪০) নামে এক যুবকের কাছ থেকে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার জৈনাবাজার-শৈলাট সড়কে নগরহাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
জাকির হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা। তাঁর বাড়ি ময়মনসিংহে।
তিনি জানান, বেলা দেড়টার দিকে কারখানার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁর পথরোধ করে দাঁড়ায়। ওই মাইক্রোবাস থেকে ৬ থেকে ৭ জন নেমেই তাঁকে ঘিরে ফেলে। তাদের কয়েকজনের পরনে ডিবি লেখা জ্যাকেট ছিল। পরে ‘তুই ইয়াবা ব্যবসা করিস’ বলেই মাইক্রোবাসে তুলে তাঁর মুখ বেঁধে ফেলে। পরে টাকা কেড়ে নিয়ে গাড়ির ভেতরই জাকিরকে বেদম মারধর করা হয়। পরে তাকে ভালুকায় গাড়ি থেকে ফেলে চলে যায় ছিনতাইকারীরা।
খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। ঘটনার বিষয়ে তদন্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু করা হবে।’