সখীপুরে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় সোনা মিয়া ও তাঁর স্ত্রী মনিরা আক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বখাটে গত মঙ্গলবার বিকেলে ঘাটেরশ্বরী গ্রামে তাঁদের মারধর করেন। আহত দুজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মনিরাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সোনা মিয়া জানান, তাঁর দুই ভাই বিদেশে থাকেন। এই সুযোগে প্রতিবেশী শরীফ, রুজবেল, সোহেল ও রফিক দুই ভাইয়ের বউকে উত্ত্যক্ত করেন। তাঁদের সাবধান করতে গেলে দুজনকে পিটিয়ে আহত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফসানা বলেন, একজন এখানে চিকিৎসাধীন। মনিরাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।