হোম > ছাপা সংস্করণ

জেলেদের সংঘর্ষে আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ট্রলারে ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মৎস্য বন্দর আলীপুর আড়ত ঘাট ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বরকে (২৪) গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা গেছে, আলীপুরের মনিফিস নামের একটি আড়ত ঘাটে রাকিবের মাছধরার একটি ট্রলার নোঙর করা ছিল।

এ সময় দেলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জেলে আহত হয়। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘মৎস্য আড়ত ঘাটে ট্রলার নোঙর করাকে কেন্দ্র করে দুই জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থালে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ