ভোটের মাঠের লড়াইয়ে হেরে গেলেন আলোচিত সেই দুই সতিন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা মৌজার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে লড়াই করেন ওই দুই সতিন। তাঁরা হলেন চন্দ্রখানা বুদারবান্নি গ্ৰামের ফজলু আলী ওরফে ফজু কসাইয়ের প্রথম স্ত্রী আঙুর বেগম এবং তৃতীয় স্ত্রী জাহানারা বেগম। আঙুর বেগম কলম এবং জাহানারা বেগম তাল গাছ প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামেন।
গত রোববারের নির্বাচনে ছোট সতিন জাহানারা বেগম পান ৮৭২ ভোট এবং বড় সতিন আঙুর পেয়েছেন ৭৬৩ ভোট। তবে তাঁদের টেক্কা দিয়ে আরেক প্রার্থী আঞ্জুমান আরা বেগম সূর্যমুখী প্রতীকে এক হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।