মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। দেশের সাংবাদিক সমাজ ও সংবাদপত্র শিল্পের উন্নয়নের জন্য সরকার যা করেছে তা স্মরণীয় হয়ে থাকবে আজীবন। ৭৫ পরবর্তী অন্য কোনো সরকার সাংবাদিকদের জন্য কার্যত কিছুই করেনি।’ গত শুক্রবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদের সঙ্গে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মধ্যে পিরোজপুর জেলা হবে উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল।’ এ সময় মন্ত্রী সাংবাদিকদের দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথাসহ সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানান।