হোম > ছাপা সংস্করণ

দুই বছর আগে নিরুদ্দেশ হন শৈলকুপার কাওসার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

বান্দরবানের গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জামায়াতুল আনসারের ১০ সদস্যকে আটক করে র‍্যাব। এদের মধ্যে আটক কাওসার আহমেদ ওরফে শিশিরের (৪৬) বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামে।

রেজমিনে তাঁর বাড়িতে গিয়ে জানা যায়, ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি বড়। পারিবারিক সূত্র জানায়, আনুমানিক ২ বছর আগে কাওসার নিরুদ্দেশ হন। এ ব্যাপারে পরিবারের সদস্যরা শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কাওসারের ছবি না থাকায় থানা-পুলিশ জিডি গ্রহণ করেনি। তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে তাঁর আটকের খবর জানতে পারে।

বাড়িতে তাঁর মা, ছোট ভাই এবং স্ত্রী-সন্তান বসবাস করেন। নিরুদ্দেশ থাকার সময় তিনি পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি আর পরীক্ষায় অংশগ্রহণ না করে প্রথম দিকে ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করতেন।

পরবর্তীতে এলাকায় ফিরে এসে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে একটি ঘর ভাড়া নিয়ে প্রথমে লেপ-তোশকের ব্যবসা শুরু করেন এবং পরে কিছুদিন মোবাইল ফোনের ব্যবসা করেন। অনেকেই ধারণা করেছিল তিনি হয়তো বেঁচে নেই। তবে তাঁর জঙ্গি সম্পৃক্ততা এলাকাবাসী বিস্মিত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, র‍্যাবের অভিযানে আটক জামাতুল আনছারের সদস্য কাওছার ওরফে শিশিরের বাড়ি শৈলকুপার হারুনদিয়া গ্রামে। তাঁকে নিয়ে তদন্ত চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ