ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের জন্য গত সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নানাবিধ হয়রানির প্রতিবাদে গত শনিবার এ কর্মবিরতির ঘোষণা দিয়ে সোমবার থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, মোটর শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের শূন্য রেখায় পণ্য নিয়ে আটকা পড়েছে প্রায় দেড় হাজার ট্রাক। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, অক্সিজেন, কেমিক্যাল, শিশুখাদ্যসহ পচনশীল বিভিন্ন পণ্য রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, কথায় কথায় ধর্মঘট ডেকে বাণিজ্য বন্ধ না করে, বিকল্প পন্থায় সমস্যা সমাধানের পথ বের করতে হবে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন, চলমান সমস্যা সমাধানের মাধ্যমে যাতে দ্রুত বাণিজ্য চালু হয় সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।