হোম > ছাপা সংস্করণ

একসঙ্গে তৃতীয় ছবিতে

চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী জুটি হওয়ার প্রথম খবর আসে ২০১৯ সালে। সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর গত বছর নির্মাতা আসিফ ইকবাল জুয়েল তাঁর ‘চোখ’ ছবিতে অভিনয়ের জন্য বুবলীকে রাজি করান। পরবর্তী সময়ে ‘চোখ’-এ নায়ক হয়ে আসেন নিরব।

‘ক্যাসিনো’ এখনো মুক্তি না পেলেও নিরব-বুবলীর দ্বিতীয় ছবি ‘চোখ’ দেখেছেন দর্শকেরা। গত অক্টোবরে এ ছবি দিয়েই দীর্ঘদিন পর খুলেছিল সিনেমা হল। ইতিমধ্যে নিরব-বুবলীর রসায়ন নজর কেড়েছে নির্মাতা-প্রযোজকদের। তাই একসঙ্গে তৃতীয় ছবিতেও অভিনয় করলেন তাঁরা।

সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ দিয়েই হ্যাটট্রিক হলো এ জুটির। গতকাল মঙ্গলবার এ ছবির শুটিংয়ের খবর জানিয়েছেন নিরব-বুবলী। বর্তমানে সিলেটে ‘কয়লা’র শুটিং চলছে। নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে।

সাইফ চন্দন বলেন, ‘শুটিংয়ের আগে খবরটি আমরা গোপন রাখতে চেয়েছিলাম। কারণ শুটিং স্পটে এত ভিড় হয়! বেশি জানাজানি হলে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে এখন যেহেতু অনেকেই জেনে গেছেন, তাই প্রকাশ করলাম।’

তিন বছরে তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করে খুশি নিরব ও বুবলী। নিরব বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে বুবলীর সঙ্গে আমার জুটিটি প্রযোজক ও পরিচালকদের আগ্রহে পরিণত হয়েছে। আমরা ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।’

অ্যাকশন থ্রিলার ঘরানার ‘কয়লা’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ