ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে মৌ চাকের মধু সংগ্রহ করতে গিয়ে অজানা প্রাণীর দংশনে সাইদুল ইসলাম ছাদু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। সাপের দংশনে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে গাছের সুড়ঙ্গে মৌমাছি চাক বাঁধে। ঘটনার দিন রাতে ওই চাক থেকে সাইদুল মধু সংগ্রহ করতে যান। এ সময় গাছের সুড়ঙ্গে হাত ঢুকিয়ে মধুর চাক থেকে মধু সংগ্রহ করার সময় অজানা প্রাণী তাঁকে কামড় দেয়। মধু সংগ্রহ করে বাসায় ফেরার এক ঘণ্টা পর তিনি মারা যান। সাইদুল ইসলাম নারাঙ্গী গ্রামের মরহুম মোহাম্মদ আলী ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান ফকির জানান, মধু সংগ্রহ করতে গেলে কোনো কিছু তাঁর হাতে কামড় দেয়। সেখান থেকে বাড়িতে আসার ঘণ্টাখানেকের মাঝে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে বিষধর সাপের কামড়েই তিনি মারা গেছেন।