ইউক্রেনকে ঘিরে বিরাজমান উত্তেজনা কমাতে আলোচনা শুরু করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চলমান সংকট নিয়ে তাঁরা শিগগির একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএর বরাতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত সপ্তাহে নিজেদের দাবি-দাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে দুটি খসড়া প্রস্তাব পেশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ইউক্রেনকে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য না করতে এবং পূর্ব ইউরোপের ওই অঞ্চলের জন্য ‘আইনত বাধ্যতামূলক চুক্তির’ কথা বলা হয়েছে। এসব দাবির বাইরে মস্কো ও ওয়াশিংটন উভয়কে নিজেদের জাতীয় অঞ্চলের বাইরের স্থান থেকে সামরিক ছাউনি ও সরঞ্জাম প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
রাশিয়ার খসড়া প্রস্তাবের অনেক কিছু মানা যাবে না জানিয়ে নিজেরা আলোচনায় প্রস্তুত বলে তখন জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি।
২০১৪ সালে ইউক্রেনের অংশ ক্রাইমিয়া দ্বীপ দখলে নেয় রাশিয়া। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে রাশিয়ার। পূর্ব ইউরোপের ওই অঞ্চলে রাশিয়ার আশপাশে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর জবাবে সম্প্রতি ইউক্রেনের তিন দিকে প্রায় ১ লাখ ২০ হাজার সৈন্য সমাবেশ করেছে রাশিয়া।