চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার ভোরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবে দাবি তাঁরা সন্ত্রাসী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৭), একই এলাকার দিদারুল আলম (৩২) ও আবু ইউসুফ (৪৬)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি আজকের পত্রিকাকে জানান, তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ৬টি দেশীয় ধারালো ছুরি জব্দ করা হয়েছে।
সুমন বণিক আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এক ইউপি সদস্য প্রার্থীকে বিজয়ী করতে এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন। তিনজনকে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।