হোম > ছাপা সংস্করণ

বেদেদের পাশে ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। গত শনিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে বেদেদের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শহর সংলগ্ন ঘোড়াখালি এলাকায় বেদে পল্লিতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় ডিসি বেদেপল্লি ঘুরে সবার খোঁজখবর নেন। শিশুদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি দ্রুতই বেদেদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ জানান, প্রায় এক বছর ধরে নড়াইলের বেদে সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছেন তাঁরা। তাঁদের উদ্যোগে ‘স্বপ্নের পাঠশালা’ নামক অবৈতনিক পাঠশালা গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের সাত শিক্ষার্থী সপ্তাহে চার দিন এখানে পাঠদান করেন। এই পাঠশালার মাধ্যমে বেদে সম্প্রদায়ের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষকে পড়ালেখা শেখানো হচ্ছে। পাঠদানের বিরতিতে শিশুদের জন্য রয়েছে টিফিনের ব্যবস্থা। এ পর্যন্ত ছয়টি বেদে বহরের মাঝে পাঠদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ২০০ বেদে সাক্ষরতার আওতায় এসেছেন। বেদে সম্প্রদায়ের অভিভাবকদের মাঝে বাল্যবিবাহের কুফলসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় সম্পর্কেও আলোচনা করা হয় এখানে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ