যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতায়িত হয়ে আল-মামুন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, গতকাল রাতে এলাকার গোলাম সরোয়ারের বাড়িতে থাকা মোটরচালিত ধান মাড়াই যন্ত্রের সমস্যা ঠিক করছিল সে। এ সময় বিদ্যুৎ থাকা অবস্থায় মামুনের হাত মোটরে লাগলে সে বিদ্যুতায়িত হয়। এতে গুরুতর আহত হয় আল-মামুন। পরে তাকে উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিম রেজা মামুনকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।